Post# 1577296317

25-Dec-2019 11:51 pm


যুগান্তরের প্রতিবেদেন কালকের সৌর গ্রহনের উপর। সাইন্সের দিকে থেকে খেয়াল করলে এটা পুরোই ভুল একেবারে প্রথম প্যারাগ্রাফ থেকে।

কিন্তু দ্বিনি কথা যা আছে, তার সব ঠিক আছে। তাই ভালোটা নিন। ভুলগুলো বাদ দিয়ে।

ভুল :

"বলয় গ্রহন ১৭২ বছর পরে হচ্ছে" -- না, বরং প্রতি বছরই হয় কয়েকবার করে।

"সূর্যের চারপাশ থাকবে আগুনের বলয়" -- এটা বলয় গ্রহনের বৈশিষ্ঠ। সূর্যের চারপাশে সব সময় আগুন থাকে। গ্রহনের সময় শুধু সেটা দেখা যায় বাকি সব ঢাকা পড়ে এতটুকু পার্থক্য।

"গ্রহনের সময় তিনটার টানে উল্কাপাতের সম্ভাবনা বেশি" -- না বেশি না। এর উপর লম্বা তিন প্যরাগ্রাফে যা লিখা হয়েছে সেগুলো পুরোই ভুল।

আমি যোগ করতে পারি জোয়ার ভাটা বড় করে হবে। কিন্তু এটা প্রতি মাসে হয়। পূর্নিমা আমাবস্যার সাথে সম্পৃক্ত, গ্রহনের সাথে না।

লিংক কমেন্টে।

    Comments:
  • https://www.jugantor.com/islam-life/259658/
  • এই নিউজ দেখে কি করবো? মূল স্টেটাসে কোনো লাইন বদলাতে হবে? কোন লাইন সেটা বলেন।
  • এই নিউজ যে দিন প্রথম ছাপিয়েছিলো সেদিন পড়েছি। এই রকম নিউজ আরো পড়েছি হাজারটা। কিছুই নতুন না।

25-Dec-2019 11:51 pm

Published
25-Dec-2019