নিজের ছেলের জন্য পাত্রী খুজার সময় শুধু দ্বিনদার মেয়ে খুজুন। অন্য কিছু না দেখলেও চলবে। কিন্তু নিজের মেয়ের জন্য ছেলে খুজার সময় শুধু দ্বিনদার দেখবেন না।
পাচ ওয়াক্ত নামাজ যে পড়ে সে ছেলেই দ্বিনদার। এতটুকু পূর্ন হলে ছেলের "কুফু-খুফু" দেখবেন। মানে : ছেলে বংশ-শিক্ষা-অর্থ-সমাজ-পরিবার এই দিক থেকে কমপক্ষে সমান বা মেয়ের থেকে ভালো কিনা। না হলে বিয়ে দেবেন না পাত্র দ্বিনদারির দিক থেকে অনেক অনেক উপরে হলেও।
লিংক কমেন্টে।
- Comments:
- https://www.facebook.com/amanahmatrimony/posts/2662930247119606
- তো? আমাকে কি করতে হবে?
- উপরে যা লিখেছি তার বাইরে আমার কোনো ব্যখ্যা নেই।