Post# 1576996438

22-Dec-2019 12:33 pm


একটা ছেলে মসজিদে আল্লাহর ভয় আর খুবই মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। বার বার করে সুরা ফাতিহা পড়ছে মাখরাজ শুদ্ধ করার চেষ্টা করছে, নামাজ আরম্ভ করে আবার ছেড়ে দিয়ে নতুন করে নিয়ত করছে হয়তো আগেরটা ঠিক ছিলো না ধারনা করে।

বুঝতে পারি সে শয়তানের ওয়াসওয়াসায় আছে। এটা মনোযোগ না।

মনোযোগ যখন এগুলোর কোনোটা খেয়াল না করে সামনে আল্লাহর সাথে মিশে যায়। সমস্ত ধ্যান খেয়াল যখন ঐ দিকে চলে যায়।

    Comments:
  • //মিশে যায়// মেটাফরিকেল কথা। এতে "হুলুল" আবিষ্কার করলে ....
  • তবে আমাকে কোনো লাইন এডিট করতে বলবেন?

22-Dec-2019 12:33 pm

Published
22-Dec-2019