তাহাজ্জুদে কিরাতের পরিমান :
প্রতি রাকাতে কোরআন শরিফের ৪ পৃষ্ঠা করে। তাই দুই রাকাত পড়লে ৮ পৃষ্ঠা। ৪ রাকাত পড়লে ১৬ পৃষ্ঠা। রাকাতের সংখ্যা কম বেশি হলেও প্রতি রাকাতে পড়ার পরিমান এই।
কেউ ১ ঘন্টা পড়তে চাইলে ৪ রাকাত।
আধা ঘন্টা পড়তে চাইলে ২ রাকাত।
কত রাকাত পড়বো?
এ ব্যপারে মালিকি মাজহাবের একটা গাইড আমি পছন্দ করি। যে কোনো নফল নামাজ, তাহাজ্জুদ, দোহা, আওয়াবিন যেটাই হোক।
মূল নামাজ হলো ৪ রাকাত।
বাড়িয়ে আরো ২ রাকাত পড়ে ছয় রাকাত পড়লে সে একেবারে পূর্ন করলো।
সর্বোচ্চ পড়তে চাইলে ৮ রাকাত, তার থেকে বেশি না।
আর সবচেয়ে কম ২ রাকাত পড়লেও আদায় হয়ে যাবে।
সে হিসাবে তাহাজ্জুদ ৬ রাকাত, ২৪ পৃষ্ঠা পড়তে হবে।
- Comments:
- উপরে "মাসলা" দেয়া হয় নি, আধ্যাতিক গাইড। তাই ঠিক বেঠিক বের করতে যাওয়া বোকামি।
- ১১টার পরে না।