ধর্মিয় স্থাপনাগুলো সম্মান প্রদর্শন মুসলিম হিসাবে আমাদের জন্য জরুরি। সেটা যে ধর্মই হোক হিন্দু, মুসলিম বা "চেতনা" ধর্ম।
"চেতনা"-কে ধর্ম হিসাবে নিন, অনেক ভুল থেকে বেচে থাকতে পারবেন। মসজিদে কি আপনি কখনো জুতা পায়ে প্রবেশ করবেন? বা মন্দিরে? অথবা শহিদ মিনারে? বা বিজয় স্তম্ভে? এই শেষেরটা কি চিজ জানা নেই। কিন্তু হিন্দুদের মন্দির কয় প্রকার সেটাও জানা নেই। আমি জানি কম।
তবে পর ধর্মকে সম্মান করতে হবে এটা জানি। লিংক কমেন্টে।