Post# 1576198609

13-Dec-2019 6:56 am


"কমেন্ট করলে সমস্যা কি?"

ফেসবুকে কিছু দলিয় বাহিনি আছে যারা খুজতে থাকে কার কার পোষ্টে অনেক কমেন্ট পড়ছে। এর পর তারা সেখানে গিয়ে নিজেদের দল-পথ-মতের শিক্ষা পোষ্ট করতে থাকে, দলের বিপরতি কিছু পেলে গালাগালি দিতে থাকে।

আপনি বেশি প্রশ্ন আলোচনা করতে থাকলে এই আইডিতে তাদের ভিড় বেড়ে যাবে। আমি ব্লক করে কুলাতে পারবো না। আপনি অন্যান্য আইডিতে গিয়ে দেখতে পারেন কি অবস্থা। একারনে খুব কম লোকই এখন কমেন্ট ওপেন রাখে যেটা আমি এখনো রেখেছি।

এবং এই সমস্যাটা আপনি বিএনপি-আওয়ামিলিগ নিয়ে যারা পোষ্ট দেয় তাদের পোষ্টে পাবেন না। সেখানে দেখবেন পরিনত আলোচনা।

কিন্তু পাবেন ইসলামি পোষ্টগুলোতে চরম ভাবে। এর কারন হলো ইসলামি আলোচনায় যারা আসে তাদের অধিকাংশই অপরিনত বয়স্ক, হয়তো গ্রামের বাড়ি থেকে ফেসবুক করছে। এবং বিশ্বাস করে এই সব গালাগালি দ্বারা তারা দ্বিনের সংগ্রাম করছে, দ্বিনকে রক্ষা করছে, তাদের সোয়াব হবে।

তাই তাদের হামলা থেকে বাচতে, প্রচুর ব্লক আর কমেন্ট সংকুচিত করা ছাড়া বিকল্প নেই। এ জন্য দুঃখিত।

জাজাকাল্লাহ।

13-Dec-2019 6:56 am

Published
13-Dec-2019