"তাহাজ্জুদের ওয়াক্ত কয়টা থেকে আরম্ভ হয়?"
বাংলাদেশে রাত ১টা থেকে। এটা শীত গৃষ্মে খুব বেশি বাড়ে কমে না। হয়তো ৫ মিনিট। কিন্তু সেটা ইনসিগনিফিকেন্ড। রাত ১টা থেকে সবসময় সেইফলি ধরে নিতে পারেন।
"১টা থেকে মানে কি? তখন মাঝ রাত?"
না। রাতের শেষ তৃতীয়াংশ। এটা হিসাব করতে পারেন সূর্যাস্ত থেকে সুবহে সাদিক পর্যন্ত যে সময় আছে তাকে তিন ভাগে ভাগ করে শেষ ভাগ।