Post# 1576048130

11-Dec-2019 1:08 pm


#ব্যবসা

"আমার টাকা প্রোজেক্টে আটকিয়ে আছে, কিছু ধার দিতে পারবেন?"

এটা বুঝায় সে মানুষের কাছ থেকে ধার নিয়ে বা বাকিতে ব্যবসা করতে অভ্যস্ত। বিশ্বাস করে "যদি তোমার কাছে ১ লাখ টাকা থেকে তবে ব্যবসা করতে হবে ১ কোটি টাকার।"

তার কথা, "ঐখানে আমার ৪০ লাখ টাকা আটকিয়ে আছে"। কিন্তু ঐ প্রজেক্টে হয়তো তার ইনভেস্টমেন্ট মাত্র ১ লাখ টাকা। বাকি টাকা কে দেয়? অন্যান্য পার্টনাররা। তার থেকে কম বুদ্ধির ইনভেস্টররা যারা বুঝে না যে "১ লাখ টাকা থাকলে ১ কোটি টাকার ব্যবসা করতে হয়।"

জীবনে সফল ব্যবসায়ি যাদের দেখেছি সবাই টাকা ধার না নিয়ে ব্যবসা করে হয়েছে। নিজের কাছে যতটুকু আছে ততটুকু দিয়ে পরিশ্রম করে করে ছোট থেকে আল্প ‌অল্প করে।

অধিকাংশ ব্যবসায়ি লস খায় কারন অধিকাংশ ব্যবসায়ি নিজের সামর্থের থেকে বড় ব্যবসা করতে চায়।

"শেয়ারের দাম কমে গিয়েছে। আপনার কাছে কিছু টাকা থাকলে আমাকে দিয়ে ইনভেস্ট করালে পরে অনেক লাভ পাবেন।"

-- আগেও এই কথা বিশ্বাস করে আপনি নিজের সব ক্যশ শেয়ারে ইনভেস্ট করে বসে আছেন। তাই এখন যদিও দাম কমে গিয়েছে আপনি কিনতে পারছেন না কারন আপনার ক্যশ নেই।

11-Dec-2019 1:08 pm

Published
11-Dec-2019