Post# 1575656487

7-Dec-2019 12:21 am


প্রশ্ন ‌: "আমরা হকের দাওয়াত আপনাকে দিচ্ছি কিন্তু আপনি গ্রহন করেন না কেন?"

কথা হলো হকের দাওয়াত আপনারা প্রথম দিচ্ছেন না। এর আগেও আরো বহু বহু দল দিয়েছে। যদি গ্রহন করতাম তবে প্রথম যারা দিয়েছিলো তাদেরটাই করতাম। এখন আপনি আমাকে দেখতেন অন্য কোনো দলের কর্মি হিসাবে যাদেরকে আপনারা বলেন "বাতেল"। আর আমি সেই বাতেল দলের পক্ষে কাজ করে উল্টো আপনাদেরকে আক্রমন করতে থাকতাম। আপনারা যেমন বিরোধিদের করেন।

হকের দাওয়াত যদি আমি গ্রহনই করতাম তবে আমাকে দাওয়াত দেয়ার কোনো সুযোগই আপনি পেতেন না। উল্টো আমার আক্রমন থেকে রক্ষার জন্য বরং উপায় খুজতেন।

হকের দাওয়াত গ্রহন করি না বলেই আপনি এখন দাওয়াত দেয়ার সুযোগ পাচ্ছেন।

আর আমিও এত বছর ধরে আরো অধিক "বাতেল" দল থেকে বেচে আসতে পারছি।

7-Dec-2019 12:21 am

Published
7-Dec-2019