Post# 1575651193

6-Dec-2019 10:53 pm


দুই জায়গায় আমি আলেমদের মত অনুসরন করি না।

১। রাজনীতির ক্ষেত্রে,
২। অন্য দলকে বাতেল বলার ক্ষেত্রে।

আমি যে মুফতির ফতোয়া অনুসরন করি উনি যদি বলেন "ইসলামি ঐক্য জোটকে ভোট দিবেন" আমি দেবো না।

আর উনি যদি বলেন "এরা ওরা তারা বাতেল, পথভ্রষ্ট, গোমরাহ" তবে আমি উনার কথার উপর তাদের গোমরাহ ধরে নিবো না।

এসব ক্ষেত্রে আমি নিজের বুঝ অনুসরন করি।

বাকি দৈনন্দিন মাসলা মাসায়েলের ক্ষেত্রে উনার কথা অনুসরন করি। অন্য কারো কথা অনুসরন না করে, বা "অধিক সঠিকটা" না খুজে।

    Comments:
  • এখন বিজ্ঞান চিকিৎসার ক্ষেত্রে আলেমরা সাধারনতঃ কিছু বলেন না। রাজনীতির ক্ষেত্রেও সরাসরি কিছু বলেন না কিন্তু উনাদের কাজ থেকে বুঝা যায়। তবে কারা "বাতেলে" সে ব্যপারে উনারা খুবই vocal, কড়া।

6-Dec-2019 10:53 pm

Published
6-Dec-2019