যে অল্প কিছু লোক শুধু মাত্র আমার অনুসরন করে আমার মত জানার জন্য এটা তাদের জন্য। সবার জন্য না। তাই দূরে থাকেন।
মিজানুর রহমান আযহারি সাহেব যা বলেন এগুলো রাসুলুল্লাহ ﷺ এর প্রশংসার নিয়তে বলেন। নিন্দা করার নিয়তে না। তাই আমার কাছে যা মন্দ লাগে সে কথা দিয়েও যদি উনি প্রশংসা করেন তবুও আমি উনার দোষ দেখছি না কারন উনার উদ্যেশ্য হলো প্রসংশা করা।
উল্টো দিকে কোনো নাস্তিক যদি নিন্দা করার উদ্যেশ্যে প্রসংশা বাক্য বলতে থাকে তবে এটা আমার অন্তরে লাগে। কারন তার উদ্যেশ্য নিন্দা করা।
- Comments:
- FAQ : "কেউ যদি আপনাকে বলে ___ তখন আপনি কি করবেন? আপনার গায়ে লাগবে না? নিজের বেলায় তো গায়ে লাগে কিন্তু যখন _____"
উত্তর : পোষ্টটা আপনার জন্য ছিলো না। নাক গলানোর জন্য ব্লকড।