Post# 1575554445

5-Dec-2019 8:00 pm


"কিন্তু দ্বিন শিক্ষার জন্য আমার একটা দলে যোগ দেয়া দরকার।"

ছোট একটা দল খুজে নিন যারা অধিকাংশ সময় অন্যকে আক্রমন করে কাটায় না।

দল বড় হলে অন্য সমস্যা। খুব সহজেই সেই দলের নেতা বিক্রি হয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না।

ছোট ছোট হাজার হাজার দল হলে আমি কোনো সমস্যা দেখি না। এক দল অন্য দলকে আক্রমন না করলেই হলো। যেমন এলাকায় হাজার হাজার মসজিদ হলেও সমস্যা নেই। মসজিদে মসজিদে ঠোকা ঠুকি না হলে হলো।

"কিন্তু কোনটা ঠিক?"

সবগুলোই ঠিক। সমাজে জিহাদের যেমন দরকার আছে, ইলমের দরকার আছে, তবলিগের দরকার আছে, তাসাউফের দরকার আছে। সবাই এক কাজ করবে না। মানুষ দলে দলে ভাগ হয়ে বিভিন্ন কাজ করবে।

সমস্যা হয় যখন জিহাদ ওয়ালারা বাকিদের ঘৃনা করে কারন তারা জিহাদ করে না। তবলিগওয়ালা বাকিদের আক্রমন করে কারন তারা তবলিগ করে না। ইলমওয়ালারা বাকিদের আক

5-Dec-2019 8:00 pm

Published
5-Dec-2019