Post# 1575543693

5-Dec-2019 5:01 pm


ইসলামিষ্টদের মাঝে থাকার মাঝে এখন আর দ্বিনের উন্নতি নেই।

ছিলো ১০ বছর আগে পর্যন্ত যখন দেশ ছিলো নাস্তিকে ভরা। তখন ইসলামিষ্টদের সাথে না থাকলে নাস্তিক হয়ে যাবার সম্ভাবনা ছিলো প্রবল। একটা সাপোর্ট সিসটেমের দরকার ছিলো। একটা নেটওয়ার্ক।

এখন নাস্তিক প্রায় নেই। সব দিকেই ইসলামিষ্টদের জয় জয়কার। আর তাই যুদ্ধ এখন নিজেদের মাঝে। "দ্বিনকে রক্ষার খাতিরে" যে যেটাকে দ্বিন রক্ষা মনে করে। পুরোটাই অন্তর্দন্ধ।

"ওআলা ওয়াল বারাআ?" এর শিক্ষা এখন আর কাফেরদের উপর না। বরং সমস্ত ঘৃনা ঐ মুসলিমদের জন্য যারা আমার মতো ওআলা বারাআ বুঝে না, মানে না।

সব কিছু ছেড়ে দিয়ে তবলিগে যাবেন? শুধু দাওয়াহ কোনো রাজনিতি না? এর পর কি? আমিরকে মানতে হবে না? আমিরের যুদ্ধ এখন তবলিগের দুই পন্থির বিপরিত পন্থিকে বাধা দেয়ার মাঝে।

এখন কোনো দলের সংগে থেকে তাদের বিরোধি দলকে দমন করতে পারেন এই বিশ্বাসে যে "আমি দ্বিনের জন্য করছি, এটা আমার কামাই। এতে জিহাদের সোয়াব।"

অথবা, ফিতনার যুগের নির্দেশের মতো একা হয়ে যেতে পারেন। এর পর সময় কাটবে "ইবাদতে"।

ঐ "ইবাদত" যেই ইবাদত বলতে শুধু নামাজ-রোজা-তসবিহ বুঝায়।

"পরিচালনা-প্রতিবাদ-কায়েমের" যে ইবাদত সেই ইবাদত না।

আমার কথা।

    Comments:
  • ^ এরকম রিলেটিভ কথা বহু পাবেন আমার স্টেটাসে যেখানে কথা সংক্ষিপ্ত করার জন্য রিলেটিভ কথার লিমিট-ডেফিনিশন ব্যখ্যা না করে সংক্ষেপে দুই শব্দে এমন করে লিখি যে পড়লে মনে হয় এবসুলেট।

5-Dec-2019 5:01 pm

Published
5-Dec-2019