Post# 1575441356

4-Dec-2019 12:35 pm



"পিয়াজের দাম কমছে না কেন? সরকার একটা ঘোষনা দিয়ে দিলেই তো দাম কমে যায়।"

"আদালত হুকুম দিতে পারে না? আজকে আদালত যদি বলে কেউ পিয়াজ ৪৫ টাকার বেশি বিক্রি করতে পারবে না, দেখবেন দাম হুড় হুড় করে কমে গিয়েছে।"

এর পরও দাম কমছে না।

"সিন্ডিকেট রে ভাই, সিন্ডিকেট।"


"সবই সিন্ডিকেট" -- এই জনপ্রীয় ব্যখ্যা কোথা থেকে আসলো?

বাংঙ্গালি এখন সাইন্স পড়ে না। বরং ৯০% ছাত্ররা পড়ে কমার্সে। মেট্রিকের কমার্সের বইয়ে "চাহিদা যোগান" তত্ত্ব পড়ানো পরে নিচে লিখা ছিলো ব্যতিক্রম "১ নং। সিন্ডিকেট...."।

মূল তত্ত্বর থেকেও ব্যতিক্রমগুলো ছিলো পরিক্ষায় "বেশি ইম্পর্টেন্ট" আমরা এইগুলো মুখস্ত করেছি বেশি।

তাই এখন আর মূল নিয়মটা কোথাও দেখি না। সবই ব্যতিক্রম।

4-Dec-2019 12:35 pm

Published
4-Dec-2019