Post# 1573827507

15-Nov-2019 8:18 pm


ভক্ত - ২ :


উস্তাদের সাথে কথা,

উস্তাদ, "তুমি বলছিলে তুমি গায়কদের ভক্ত?"

ট্রল করে বলেছিলাম, ফান করে।

"বলছিলে মাতাল না হলে কেউ গান করতে পারে না, তবে ভক্ত শুধু এই কারনে যে সে মাতাল? মাতাল না হলে সে গাইতে পারতো না, তুমিও তার ভক্তও হতে না?"

হয়তো। এই রকমই দেখা যাচ্ছে।


সে বলছিলো "গান হলো জেনার দাওয়াত" -- কিন্তু হাদিসটা কোথাও পাই নি।
সে বলছিলো "যে গান শুনে তার কানে সিসা ঢেলে দেয়া হবে" -- কিন্তু এই হাদিসটাও আমি কোথাও পাই নি।

তবে গানে সমস্যা কি?

"গান শুনলে অন্তর মরে যায়"

কিন্তু অন্তর আরো শত শত জিনিসে মরে যায় যেগুলো আমি করছি। এই না যে গান শুনা ছেড়ে দিলে আমার অন্তর আবার জিবিত হয়ে যাবে। মাদ্রাসার ছেলেদের জন্য প্রসংগ ভিন্ন। তাদের অন্তর জিবিত। গান শুনলে মরে যাবে।

আমি তাদের মতো না। তাই আর কিছু আছে?


"যাদের গান তুমি শুনতে তাদের কার কি অবস্থা?"

এখন আসিফ, দেখা গেলো সে মদখোর।
এর আগে রুমি, দেখা গেলো সে মেয়েদের ফাদে পড়ে...।
এর আগে মাইকেল জ্যকসন, দেখা গেলো সে শিশুদের ...।

"ইসলামি কেউ? ভালো মানুষ যারা ভালো ইসলামি গান গায়?"

কলরব ছিলো। দেখা গেলো তাদের সাবাই জেনার সাথে যুক্ত। একেবারে উপর থেকে নিচ। তাদের নেতা থেকে আরম্ভ করে নিরিহ চেহারার সৎ ছেলেটাও। একেবারে নেটে সে সব কাজের ভিডিও ছবি ছড়িয়ে।

"গান হলো জেনার ডাক -- একথা এর পরও তুমি অবিশ্বাস করো?"

আমি চুপ।


শেষ যুগে মানুষের মাথার উপরে আর কানের কাছে গায়িকারা গান করবে। হাদিসে আছে। এখনকার হেড ফোন আর স্টেইজ শো। সারা দিনই মানুষ যখন মাথার উপর আর কানের কাছে গান শুনে।

"সেই তিন দিনের কথা মনে পড়ে? যখন সূর্য উঠবে না?"

কোন তিন দিন?

পশ্চিম দিক থেকে সূর্য উঠার আগে। রাত হবে অনেক লম্বা। এক রাত, এক দিন, আবার এক রাত লম্বা। হাদিসে বলা আছে সে রাতে একজন ঘুম থেকে উঠবে, তাহাজ্জুদ পড়বে, আবার শুয়ে ঘুমাবে, আবার উঠবে, আবার তাহাজ্জুদ পড়বে, আবার ঘুমাবে -- এরকম তিন বার করবে সূর্য উঠার আগ পর্যন্ত।

আর কিছু লোক ঐ সময়ে উপত্যকায় দাড়িয়ে গান বাজনা করবে, সেলিব্রেট করার জন্য, স্পেশাল এস্ট্রনমিক্যাল ইভেন্ট বলে। সারা রাত গাইবে।

এর পর সকালে তাদের চেহারা আল্লাহ তায়ালা শুকর আর বানরদের মতো করে দেবে।

এই উম্মাহর এক দল লোকের এই রকম চেহারা বিকৃতি হবে এটা হাদিসে বলা আছে, কিন্তু গত ১৪০০ বছরে এরকম হয় নি। এটা সামনে হবে। এই গান আর পর্টি উদ্বযাপনকারিদের উপর।

"তুমি মাদ্রাসা ওয়ালাদের মতো না হলে নেই।
কিন্তু, ঠিক করে নাও সেই তাহাজ্জুদ পড়াদের সাথে থাকতে চাও?
নাকি গায়কদের?"

15-Nov-2019 8:18 pm

Published
15-Nov-2019