ওস্তাদকে বললাম :
"ওস্তাদ! বুয়েটের এই ঘটনাগুলোর একটা গভির তত্বমূলক কিছু বলেন। আর ভালো লাগছে না।"
জিজ্ঞাসা করলো "সমস্যা কি তোমার?"
"মানে এই যে একের পর এক ব্যপক এবং নির্মম নির্যাতনের খবর বেরিয়ে আসছে যেগুলো মানুষ আগে জানতো না। চিন্তাও করে নি।"
"আল্লাহর মাইর।"
"মানে?"
"মনে আছে কিছুদিন আগে মাদ্রাসার ভেতরের এই সব টর্চার নিপিড়ন নিয়ে ফেসবুক গরম হয়ে গিয়েছিলো? তখন কংক্লুশন কি ছিলো? নিজের ছেলেকে তবে ভার্সিটিতেই পড়াবো, কমপক্ষে এই নির্যাতন সহ্য করতে হবে না। এখন আল্লাহ তায়ালা ভার্সিটির ভেতরের অন্ধকারও বের করে নিয়ে এসেছেন। হুবহু একই। বরং আরো নিষ্ঠুর নির্মম, আরো ব্যপক। কমপক্ষে মাদ্রাসায় এই লেভেলে ছাত্রদের উপর কোনো নির্যাতন হয় নি। আল্লাহ তায়ালা দেখিয়ে দিলেন। বা বলো সমান করে দিলেন। আর এটা তো শুধু বুয়েটে, যেখানে সবচেয়ে ভালো পরিবেশ। অন্যগুলোর অবস্থা দেখবে এর থেকে আরো অনেক অনেক বেশি খারাপ।"
"তবে? এখন কি করবো?"
"একটা কঠিন সময় দিয়ে আমরা যাচ্ছি। যার যার কাজের পরিনতি আল্লাহ বের করে দিচ্ছেন। নিজের গুনাহর জন্য তৌবা করো। তোমার গুনাহও যদি আল্লাহ তায়ালা প্রকাশ করে দেন তবে তুমিও এর থেকে ভালো থাকতে পারবে না।"
ফিরে আসলাম।
ভাবলাম, কথা হয়তো সত্যি।
কিন্তু নিজের সামনে আমি অন্ধকার দেখছি।
- Comments:
- "আপনার ওস্তাদ কে?" এটা বাজে প্রশ্ন। এবং কমেন্ট করে লাভ নেই। প্রায় সকল কমেন্ট মুছে ফেলা হবে।