আর্টিক্যলটার টাইটেল ছিলো "তোমরা যারা শিবির করো"। কত বছর আগের লিখা ভুলে গিয়েছি।
সে থেকে "তোমার যারা" কথাটা প্রবাদের মতো হয়ে গিয়েছিলো। As a mock. আমি নিজেও বহুবার ব্যবহার করেছি ফ্রেইজটা স্টেটাসে।
____
গতকাল পোষ্ট করতে চেয়েছিলাম "আজকে স্যার বেচে থাকেলে..."। কিন্তু লিখার দরকার পড়লো না। স্যার বেচে আছেন জানান দিয়েছেন। আমরা যারা চেতনা ধর্ম নিয়ে বেচে থাকি চেতনাই আমাদের শ্বাস, এটা বন্ধ হয়ে গেলে মৃত্যু। স্যার নিশ্চই আমাদের বাচাতে এগিয়ে আসবেন? কিছু যুক্তি, কিছু ফিল্টার, কিছু নতুন কথা নিয়ে।
____
আজকে স্যার আর্টিক্যল প্রসব করেছেন। টাইটেল কি? "তোমারা যারা লীগ করো?" না। তা না। তবে যা লিখেছেন তাতে আমার চেতনা অক্সিজেন পাচ্ছে না। শেষে স্যারও কি ধর্মান্তরিত হবেন? সম্ভবতঃ না। আদর্শ বেচে থাকে। যেমন নাজিজম বেচে থাকে হিটলারের মৃত্যুর পরেও। যেমন কমুনিজম বেচে থাকে সোভিয়েত রাশিয়ার পতনের পরেও।
আদর্শের মৃত্যু নেই। কারন আদর্শের দোষ নেই।
ধর্ম বলে কথা।