Post# 1570719082

10-Oct-2019 8:51 pm


বাংগালি-লীগের পক্ষে :

|| Pro life

কারো মৃত্যুদন্ড কার্যকর করার দিকে বাংগালি খুবই নিম্নে পর্যায়ে আছে। এটা একটা ভালো দিক। এমনেষ্টি পদক পাবার মতো। বস্তুত্ব ১৩ সালে রাজাকারদের মৃত্যুদন্ড কার্যকর করার পরে আর কোনো অপরাধির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে বলে আমি শুনি নি। দুই একজন এর পরও থাকতে পারে আমার অজানা।

|| কিন্তু মৃত্যুদন্ড দেয়া হয় অহরহ

এটা অপরাধ নিয়ন্ত্রনের জন্য। বাংগালির এটা আরেকটা ভালো দিক। কোনো অপরাধিকে ছাড় দেয়া হয় না। উল্টোপাল্টা কিছু করলে একেবারে মৃত্যুদন্ড রায়। অপরাধিরা কাপতে থাকে।

|| মৃত্যুদন্ডকে বানিজ্যিকিকরন করতে দেয়া হয় নি

যেভাবে দোকানে দোকানে অভিযানকে বিনিজ্যিকি করন করা হয়। দুটাকে জরিমানা করলে বাকিগুলো দিয়ে পকেট ভরে। মৃত্যুদন্ডে সেরকম নেই। মৃত্যুদন্ড দিবো ভয় দেখিয়ে কারো থেকে টাকা খাওয়ার উপায় নেই। এই পথ বাংগালি বন্ধ করে রেখেছে। মৃত্যুদন্ড নিয়ে বানিজ্য না। বাকি গুলো নিয়ে করো। ফলশ্রুতিতে মৃত্যুদন্ড কার্যকরার করার ব্যপারে উৎসাহ কম।

|| বাংগালির দয়াদ্রতা ও ক্ষমা প্রবনতা

তবে এত মৃত্যুদন্ড প্রাপ্তরা কোথায় যায়? তাদেরকে শেষ মুহুর্তে ক্ষমা করে দিয়ে মুক্ত করে দেয়া হয়। প্রসিডেন্ট বা প্রধানমন্ত্রি আদেশে। এটা ক্ষমা প্রবনতার চুড়ান্ত নিদর্শন।

এগুলো বাংগালির ভালো দিক।

    Comments:
  • Q. বাংগালি নাকি লীগ স্পষ্ট করে বলেন।
    A. বাংগালি পরিচয়ই মানে লীগ। আপনি কোথায় থাকেন?

10-Oct-2019 8:51 pm

Published
10-Oct-2019