Post# 1566374547

21-Aug-2019 2:02 pm


ফারাজি সাহেবের ফতোয়া :

উঁচু আওয়াজে জিকির করা? : নিচু আওয়াজে করা উত্তম।
সম্মিলিতভাবে জিকির করা? : সুন্নাহ মনে করে করলে বিদআত।

লিংক কমেন্টে।

তবে বুঝা যাচ্ছে। একা একা এবং আস্তে আস্তে জিকির করাই উত্তম। আমরা যাকে বলি ওজিফা আদায়, বা তাসবিহ আদায় করা।

তাই "ইজতেমায়ি" ভাবে সব কিছু করলেই যে বেশি সোয়াব হবে, তা না।

একজন বলেছিলো জামাতের সাথে শুধু দুটো আমল : নামাজ আর জিহাদ। বাকি সব ইবাদত-আমল একা একা করা নিয়ম। যে যার মতো।

এমন কি হজ্জে যে লাব্বায়েক বলে এটাও সবাই এক সাথে এক সূরে না। যে যার মতো। যদিও এতে নিজেকে দল ছাড়া মনে হয়। "বিচ্ছিন্ন"। অথচ অন্যরা কত সুন্দর একত্রে করছে।

নিজের জন্য শিক্ষা।

    Comments:
  • https://www.facebook.com/lrfarazi/posts/2652500231451583

21-Aug-2019 2:02 pm

Published
21-Aug-2019