Post# 1565713913

13-Aug-2019 10:31 pm


সিন্ডিকেটের সর্বশেষ খবর : মাগনা চামড়া দিলেও তারা আর নিচ্ছে না। চট্টগ্রামে ১ লক্ষ চামড়া রাস্তায় পড়ে আছে। কেউ নেয়ার নেই।

আর দাম?

কোরবানির আগে ধারনা : দাম এবার অনেক কম হবে। ৮০০ টাকা পিস।
কোরবানির দিন : ৩০০-৪০০ টাকায় বিক্রি।
দিনের শেষে অনলাইনে আলোচনা : কেউ কেউ ২০০ টাকা পর্যন্ত অফার দেয়। কি দুঃসাহস।
ফেসবুকে ভিডিও : ব্রিজের উপর একজন লাইভ। চামড়া ব্যপারি বললো ১৫/= পিস করে নিবো। সে বললো "দিলাম না তোদের মতো বদমাশদের, দে ফালাইয়া সব নিচে নদিতে।" লাইভে চামড়া ফেলার দৃশ্য।
অনলাইনে খবর : মাদ্রাসা ৮০০ চামড়া পুতে ফেলছে।
আজকে দুপুরে খবর : ২০ টাকায় বিক্রি হচ্ছে না চামড়া। সবই সিন্ডিকেটরে ভাই সবই সিন্ডিকেট।
রাতে খবর : একজন ১০ টাকা পিসে কিনে নেয়ার জন্য কাকুতি মিনতি করছে পায়ে ধরছে। তাও সিন্ডিকেট কিনবে না।
এখন খবর : রাস্তার উপর পরিত্যক্ত ১ লক্ষ চামড়া। সিটি কর্পোরেশন পরিষ্কার করে শেষ করতে পারছে না।

সমস্ত আগের খবরের ব্যখ্যা পরের খবরে আসে :

১০ টাকায়ও কিনবে না? রাস্তায় লাখ চামড়া মাগনা পাওয়া গেলে ১০ টাকায় চামড়া কোন পাগলে কিনবে?

ব্রিজের উপর যারা ১৫ টাকা অফার করেছিলো? তারা তখনকার মার্কেট রেটেই অফার করেছিলো। ঠকানোর কিছু নেই।

মাদ্রাসা ৮০০ পিস চামড়া পুতে ফেলেছে? সিটি কর্পোরেশন রাস্তার লক্ষ চামড়া নিয়ে কি করবে? তারাও পুতে ফেলবে।

তাই শেষে পুতে ফেলতে হবে, সেটা আমি করি, মাদ্রাসাকে দিয়ে করাই জনগনের দানের টাকায়, অথবা সিটি কর্পোরেশন জনগনের ট্যক্সের টাকায় করুক।

এর পর?

বাংগালি আত্মতুষ্টি খুজবে "সিন্ডিকেট"-কে দায়ি করে। "আমরা বুদ্ধিমান সিন্ডিকেট বুঝি। বেক্কলরা সিন্ডিকেট বুঝে না।"

    Comments:
  • https://www.prothomalo.com/economy/article/1609235/
  • এইটা গতবছর দিলে এখন কাজ হতো। এখন পিঠ বাচাচ্ছে। লাভ হবে না। ক্ষতি যা হবার হয়ে গিয়েছে।
  • ^ গত বছর এর ইন্ডিকেশন ছিলো। চামড়ার দাম প্রায় মাগনা। শুধু পরিবহন খরচটা দিয়ে দিয়েছে। এই বছর পরিবহন খরচ দেয়ার মতো কেউ ছিলো না।

13-Aug-2019 10:31 pm

Published
13-Aug-2019