খবর : আড়তে ৩০০ চামড়া নিয়ে এসেছে দুইজন প্রতিটা ৪০০ টাকা করে কিনে। আড়ৎদার কেউ কিনবে না। শেষে একজন দাম দিতে চেয়েছে ২০ টাকা প্রতিটা আস্ত চামড়া [প্রতি বর্গফুট না]। কিছুক্ষন অপেক্ষা করে "২০ টাকাই বেচবো, যা আছে দুনিায়ায়" তাদের মন রাজি। কিন্তু তখন আর ঐ ২০ টাকা রেট দেয়া আড়তদারকেও খুজে পাওয়া যাচ্ছে না। সেও পলিয়েছে, ঐ রেটে সে আর কিনবে না।
প্রথম আলোর খবর। :V
এইটা ভালো। চামড়ার ব্যবসায় এর পর আর এলাকার সন্ত্রাসিদের খুজে পাওয়া যাবে না। তাদের নতুন ব্যবসা খুজতে হপে। :V