Post# 1565543206

11-Aug-2019 11:06 pm


"গরুর হাট"

৩৮ মন ওজনের "বীর বাহাদুর"। ৫ দিন আগে "দাম ২৫ লাখ"। শেষে আজকে বিকালে বিক্রি হয়েছে ৬ লাখ। প্রতি কেজির দাম পড়লো ৩৯৫/=

আরেক গরু ৩৮ মনের "যুবরাজ"। ৫ দিন আগে, "দাম ৪০ লাখ, ২৭ লাখ পর্যন্ত উঠেছে।"

ভালো। আজকের ভিডিও : মালিক বেসামাল হয়ে পড়ছে, তাই এখন এখানে নেই। তদারককারির কথা "কোনো একজন ক্রেতাও এটার কোনো দাম বলে নি এখন পর্যন্ত।" তবে ২৭ লাখ কোথা থেকে আসলো?

গাবতলিতে ১০ লাখ টাকার উপর দাম গরু ছিলো ১০০ টা। সবগুলোর একেকটা নাম দেয়া। ব্যনার টাংগানো। বিক্রি হয়েছে ৫ টা। বাকি কোনোটাই বিক্রি হয় নি।

শেষে ২৮ মনের গরু। বলছে, "তিন লাখের নিচে হলেও বিক্রি করে দেবো।" মানে কেজি প্রতি ২৭০/=


এই গরুগুলো আবার সামনের বছর উঠবে। বয়স আরো এক বছর বেশি। সংগে এই সাইজের নতুন আরো আরো কিছু গরু। স্বপ্ন ঘুরতে থাকে এই ভাবে। যেই লোক গরু আর মেয়ে নিয়ে এসে ফটো সেশন করেছিলো "এই গরু বিক্রি করে এই মেয়ের বিয়ে দেবো"। না সেটাও বিক্রি হয় নি।

সমস্যা কি? ডিমান্ড সাপ্লাইয়ের খেতা পুড়ি। ব্যপারিদের দাবি, "সমস্যা হলো সিন্ডিকেট"।

কিন্তু কে সিন্ডিকেট করে কার গরুর দাম কমালো?

"এই এগ্রো ফার্ম ওয়ালারা সিন্ডিকেটি করে তাদর পরিচিতদের কাছে গরু বিক্রি করে", তাই ব্যপারিরা বিক্রি করতে পারে না। ব্যসিক্যলি "সরোবোর" হলো সিন্ডিকেট।


ঈদের আগে ঢাকার এক এগ্রো ফার্মের রেট ছিলো সাধারন গরু ৪০০ টাকা কেজি। আর ৬০০ কেজির উপরের বড় গরু ৬০০ টাকা কেজি।

"কিন্তু বড় জিনিসের দাম কেজিতে কিছু কম হবে না?"
"গরুর হাটে লজিক আনছেন কেন? এগুলো কিতাবে রাইখেন এইখানে চলে না।"

শেষে এখন ব্যপারিরা বড় গরু কেজি প্রতি ছোট গরুর অর্ধেক দামে হলেও বিক্রি করবে।


বড় গরুর ব্যপারিদের জন্য ব্যক্তিগত ভাবে আমার সিমপেথি নেই। এগুলো ইনজেকশন মারা, এস্টরয়েড দেয়া।

কেমনে বুঝলাম?

খবর : "গাবতলীর অধিকাংশ পশুই স্টেরয়েডমুক্ত : র‌্যাব"

এর মানে আমি বুঝি সবগুলোই স্টেরয়েড যুক্ত। আমার বুঝার ভুল ধরতে পারেন [blink emo]


শেষে নামকরা বিশাল গরু যে দামে বিক্রি হচ্ছে সেক্ষেত্রে আমি আর কিছু টাকা যোগ করে একটা বিখ্যাত গরু কিনতে পারতাম। পত্রিকা গুলোতে এইসব গরুর কাহিনি যে হারে প্রচারিত হয়েছে তাতে কেনার পরে আমার ছবি সহ গরুর ছবিও পত্রিকায় ছাপানো হয়ে যেতো।

"যুবরাজ বিক্রি হয়ে গিয়েছে। কিনেছেন সানজির হাবিব। উনি বিখ্যাত ..." একটু নিচু হয়ে আস্তে, "... কি করেন যেন আপনি?"

"ফেসবুকিং"

"... হ্যা বিখ্যাত ফেসবুকিস্ট।"

    Comments:
  • বড় বড় শিংওয়ালা হাড্ডিসার গরুগুলো ইন্ডিয়ান গরু। এবার ঈদে আসেনি। আগে যেগুলো এসেছিলো সেগুলো পেলে বড় করে কিছু বিক্রি হয়েছে। তবে কম।
  • মানে হাসপাতালে যারা চাকরি করে সবারই কমন নাম "ডাক্তার" :-)

11-Aug-2019 11:06 pm

Published
11-Aug-2019