Post# 1563996688

25-Jul-2019 1:31 am


সাইমুম সাদী ভাইয়ের আইডি হ্যকড।

"আইডি হ্যাক হয় কি করে?"

কে জানে। হয়তো বেশি সংখ্যায় অপরিচিত লোকদের ফ্রেন্ড লিষ্টে ঢুকালে তারা কয়েকজনে মিলে ফেসবুকে রিপোর্ট করে একাউন্ট রিকভারি বা অন্য কিছু করে কন্ট্রোল নিয়ে নেয়। যেহেতু ফ্রেন্ড থেকে রিপোর্ট এসেছে তাই ফেসবুক গুরুত্ব দেয়।

বা হয়তো দুর্বল পাসওয়ার্ড থাকলে। নিজের ফোন নম্বর বা জন্ম তারিখ বা বাচ্চার নাম দিয়ে পাসওয়ার্ড।

এজন্য আমি অপরিচিতদের ফলো করি এবং অন্যদেরও করতে বলি। সবাইকে ফ্রেন্ডলিষ্টে না ঢুকিয়ে।

"হ্যক হলে সমস্যা কি?"

প্রথমেই হ্যকার ইনবক্স চেক করে দেখবে কার সাথে কি করেছেন। এর পর ইনবক্স ফাস। ইদানিং কলরব বা হাবিযাবি যাদের ইনবক্স ফাস হচ্ছে এগুলোর অনেকগুলো এভাবেই হয়।

তাই পকেট সাবধান, মানে... ইনবক্স সাবধান :-)

এডভান্সড পাবলিকদের জন্য : টু ফেকটর অথেনটিকেশন চালু করে দিন। আরেকটা প্রটেকশন লেভেল তৈরি হবে।

"আপনার ইনবক্সে কি আছে?"

সারছে!

"আমাদের বড় ভাইরা জানে।"

ওহ! আচ্ছা :-)

25-Jul-2019 1:31 am

Published
25-Jul-2019