মিলাদ কিয়ামের ব্যপারে ফারাজি সাহেব বনাম রাজারবগির বাহাস হয় নি। প্রশাসন অনুমতি দেয় নি বলে।
এর পর নিজে দেখতে চাচ্ছিলাম আসলে কি। দেওবন্দিদের দলিল দরকার নেই। রাজারবাগিদের দলিল খুজছিলাম। যে দলিল তারা পেশ করবে সেগুলোর আলোচনা নিশ্চই নেটে আছে?
পেলাম এখানে
https://www.facebook.com/photo.php?fbid=2317155261945863&set=a.1555857541408976&type=3&theater
এখানে দলিল দেয়া হয়েছে ইমাম সুয়ুতিকে। এটা ভালো, গ্রহনযোগ্য। উনার বই "সুবুলুলহুদা ফী মাওলিদিল মুস্তফা ছল্লাল্লাহুআলাই হি ওয়া সাল্লাম"। তর্ক থেকে জানি বইয়ের কোটেশন আউট অফ কনটেক্সট বলা একটা সচারচর ব্যপার। আসল বই নিজে পড়ে দেখতে হয়।
দেখতে চাইলাম। খোজ লাগালাম। বইটার আরবি বানান বের করে সার্চ দিলাম। سبل الهدى في مولد المصطفى
কিছু পেলাম না। এই নামে নিশ্চই বই আছে। কিন্তু নেটে নেই। গুগুল সার্চেও নেই।
- Comments:
- কেউ এখনো কমেন্ট করে নি "এসব প্রচার করবেন না" "মুছে ফেলুন"। আমি এ উপর অর্ধেক পোষ্ট দিলেও প্রতিবাদে ভরে যায়। আপনার আর আমার পোষ্টের পার্থক্যের রহস্য কি? সেটা চিন্তা করছি। :-)