আগে :
"মা আমি কোরবানির গরু কিনতে যাচ্ছি", বলে যুদ্ধের জন্য হাটে গমন। সারা দিন ফালাফালি-লাফালাফি। শেষে জিতুক হারুক হাসি মুখে একটা গরু নিয়ে প্রত্যাবর্তন।
এখন :
"মা আমি কোরবানির গরু কিনতে যাচ্ছি"
"হুহ?"
পাশের দোকানে গিয়ে ক্রেডিট কার্ড সোয়াইপ। গরু কিনা শেষ।
সে দিন গুলো কই?
"উম্মাহ আর কত অথর্ব হবে?"