"আমি কোনো দলে নেই" -- এরকম দুটো গ্রুপ আছে।
১
এক গ্রুপের মতে : সব দল খারাপ, তাই আমি কোনো দলে নেই। কারন আমি খারাপদের সাথে নেই।
অন্য গ্রুপ : সব দল ভালো। যার মাঝে যতটুকু মন্দ আছে আমি তার বিরোধি, কিন্তু অভারঅল সবার ভালোটাই বেশি। আমি কোনো দলে নেই কারন আমি সবার পক্ষেই আছি।
২
এখন এই দ্বিতীয় গ্রুপকে মনে হবে আপনার "ছুপা" এজেন্ট। কথা শুনলে মনে হয় তারা আপনার পক্ষে। কিন্তু কাছে টানলে কেমন যেন আপনার কথা তারা মানে না। এদের সংস্পর্শে আপনার দলে ফিতনা বাড়বে। কারন তারা অন্য দলের পক্ষেও কথা বলবে। যাদেরকে আপনি শত্রু মনে করেন তাদেরও পক্ষে।
তাই ব্যসিক্যেলি আপনার কংক্লুশন হবে : "এই ছুপারা শত্রুর থেকেও খারাপ"। "শত্রুরা তো প্রকাশ্য, কিন্তু এই ছুপারা ভয়ানক। বিভ্রান্তকারি। ইহুদিদের এজেন্ট।"
৩
এখন আপনি নিজেই যদি এই দ্বিতীয় দলের কেউ হন তবে আপনার করনীয় কি? সেটা আলোচনা আর অনুসন্ধানের দাবি রাখে।
- Comments:
- আপনি না ছেড়ে দিয়েছেন?