প্রসংগ : "পিএইচডি থিসিস"
মূল প্রবন্ধ এখানে যেটা নিয়ে এখন নেট মাতাল
https://www.facebook.com/notes/10156848667403822/
তবে কোনো দল বা ব্যক্তির সমালোচনা না করে এখান থেকে শিক্ষা কি নেয়া যায়?
শিক্ষা : যারা ঘন ঘন বলে "আপনি কি আলেম?" "আপনি কি ডাক্তার?" "আপনি কি ডায়েটিষ্ট?" "তবে এই প্রসংগে বলছেন কেন?" "এই প্রসংগে বলবে শুধু ঐ বিষয়ে স্পেশালিষ্টরা" -- তাদের জন্য শিক্ষা।
পিএইচডি হলো সর্বোচ্চ স্পেশেলাইজেশন। আমি নিশ্চই পিএইচডির থেকে বেশি জানি না?
তাই বরং আপনি নিজে প্রতিটা বিষয় নিয়ে ঐ বিষয়ের পিএইচডি হোল্ডার খুজেন।
কিন্তু আমাকে সার্টিফিকেট হোল্ডারদের দিকে ঠেলবেন না।
আমার নিজের বুঝ নিজেকে বূঝতে দিন।
এটাই নিরাপদ। এই বিশ্বে।
- Comments:
- FAQ : "নিজেকে আপনি কি মনে করেন? খুব জ্ঞানি? আর আমরা কিছু জানি না?"