Post# 1563004597

13-Jul-2019 1:56 pm


প্রসংগ : তৌবাতু নসুহা

সুরা তাহরিমের আয়াত। অর্থ হে ঈমানদারগন তোমারা একেবারে আন্তরিক ভাবে তৌবা করো...।

এই আয়াত নিয়ে কুয়াকাটা হুজুর একটা গল্প ওয়াজ করেন। এর ক্লিপ ওলিউল্লাহ আরমান ভাই শেয়ার করেন। বলেন এই তফসির কোথাও শুনি নি।

https://www.facebook.com/waliullah.arman.7/videos/2943262142564857/

সেই থেকে ভাইরাল। এবং অনেক পোষ্ট, ব্যখ্যা।

https://www.facebook.com/permalink.php?story_fbid=2364458357168259&id=100008123536108

ব্যখ্যাগুলো জানি। ঠিক আছে। এতটুকুতে দ্বিমত নেই। দ্বিমত সেই গল্পটা নিয়ে। হয় এটা ভুল বা মিথ্যা। কিন্তু কাহিনি যে আছে সেটা তো স্বিকার করতে হবে?

কিন্তু কাহিনিটা কি বাকি আর কেউ শুনে নি? অথচ কত ওয়াজে আর্টিক্যলে কতবার শুনেছি। তাই খুজে দেখলাম পাই কিনা।

বাংলায় সার্চ দিলাম। কিছু নেই।
ইংরেজিতে। কাহিনিটার যেন অস্তিত্বই নেই।
অনলাইনে তফসিরের কিতাবগুলোতে খুজলাম - নেই।

শেষে আরবিতে সার্চ। পেলাম সেই কাহিনি। "নসুহ" এক ব্যক্তির নাম এবং তার জীবনের ঘটনা। কিন্তু এই গল্পের সোর্স কি? জানা নেই। কোথাও দেয়া নেই। তাই পাই নি। কিন্তু গল্পটা আছে। এবং কোনো কোনো জায়গায় পড়েছি যেখানে এটা হাদিস হিসাবে বলা হয়েছে, হয়তো কোনো ম্যগাজিনে বা আর্টিক্যলে।

পোলাপানদের এই গল্প শুনার দরকার নেই। আর অনুবাদ করার সময় বা প্রয়োজন নেই। তাই শুধু লিংক :-)

https://www.facebook.com/550513378473246/posts/557277197796864/

অর্থাৎ কুয়াকাটা হুজুর এবং অন্যান্যরা এই কাহিনি বর্ননা করেছেন ওয়াজে।

    Comments:
  • Get rid of the no smoking sign. If it's lit all the time then what's the point of putting it there in the first place? It might have been relevant 50 years ago when smoking was an option on flights, but not in this age.

13-Jul-2019 1:56 pm

Published
13-Jul-2019