সরকারের খরচে এবার যে ৫৫ জন আলেম উলামা হজে যাচ্ছেন তাদের নাম :
ব্যসিক্যলি মানুষের সম্পর্কে ভালো ধারনা রাখতে হয়। তাই পুরানো বড় মাদ্রাসা গুলোর মাঝে কোনটার নাম নেই সেটা খুজছিলাম। মেখল মাদ্রাসার নাম নেই। পাটিয়া, জিরি বাকি কোনোটা বাদ নেই। গওহর ডাঙ্গা আছে ডাবল করে, তবে সেটা বিষ্ময়কর না।
Think positive.
লিষ্ট :
আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যার কো-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী,
পটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিম বোখারী,
গওহরডাঙা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীন
তার ছেলে মাওলানা ওসামা আমিন,
ঢাকার গেন্ডারিয়ার মাদ্রাসা বায়তুল উলুমের প্রিন্সিপাল মাওলানা জাফর আহমাদ,
কিশোরগঞ্জের চকমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা ইয়াকুব আলী খন্দকার,
চট্টগ্রামের জিরি মাদ্রাসার মাওলানা শাহ মো. তৈয়্যব,
আহমদ শফীর ছেলে চট্টগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আনাস মাদানী,
বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস,
শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরীদ উদ্দীন মাসঊদ,
মাওলানা সালাহউদ্দীন নানুপুরী,
চরমোনাই পিরের ভাই ও চরমোনাই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুসাদ্দিক বিল্লাহ মাদানী,
পিরোজপুরের শার্ষিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ শরাফত আলী,
আকবর কমপ্লেক্সের প্রধান মুফতি মাওলানা দিলাওয়ার হুসাইন,
শায়াখ জাকারিয়া ইসলামিক রিসার্স সেন্টার কুড়িলের মুহতামিম মুফতি মীযানুর রহমান সাঈদ,
বনশ্রীর দারুল উলুম রামপুরা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া,
মুফতি মোহাম্মদ আলী,
জামিয়া কুরআনিয়া লালবাগ মাদ্রাসার মুফতি মুহাম্মদ ইয়াহইয়া,
মাওলানা নিয়ামত উল্লাহ ফরিদী,
মাওলানা শামছুল হুদা খান,
বড় কাটারা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সাইফুল ইসলাম,
সিলেটের গওহরপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোসলেউদ্দীন রাজু,
ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন,
মাওলানা আবদুর রাজ্জাক,
মাওলানা ওসমান গনি,
পটিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা রেজাউল করীম,
মাওলানা আবুল কাশেম ফজলুল হক