বৃষ্টির মাঝে মধ্যবয়স্ক শুকনো পোড়খাওয়া রিকশাওয়ালা রাস্তার সাইডে বসে আছে।
বললাম "যাবেন?"
বললো "৮০ টাকা"
বললাম "৬০ টাকা"
শেষে অনেক্ষন পরে রাজি হলো "৭০ টাকা"। আমি বৃষ্টিতে ভিজে দাড়িয়ে ছিলাম। ভিজতে আমার খারাপ লাগে না। তবে রিকশাওয়ালার মনে হয় খারাপ লাগছিলো, মুরুব্বি মানুষ দাড়িয়ে দাড়িয়ে ভিজছে।
সংগে সংগে মটরসাইকেল নিয়ে বৃষ্টির মাঝে এক লোক হাজির "বসুন্ধরা মেডিক্যল সেন্টার কোথায় বলতে পারেন?"
বললাম "জানি না। এদিকে কখনো চোখে পড়ে নি।"
রিকশা ওয়ালা আমার মাথার উপরে আংগুল দেখিয়ে বললো "এই যে, আপনি যে বিল্ডিং থেকে বেরিয়েছে, এটাই তো।" সাইনবোর্ডের লিখা পড়ে আমাকে শুনালো "বসুন্ধরা মেডিক্যলে এন্ড ডায়াগনসটিক সেন্টার"।
বুঝলাম শিক্ষিত রিকশাওয়ালা। আমার গ্রামের বাড়ির শিক্ষিত ছেলেরাও বাংলা যুক্তাক্ষর পড়তে পারে না। তোতলাতে থাকে। সে অবলিলায় পড়ছে।
শেষে তাকে ১০০ টাকা দিলাম।
কার সম্পর্কে আমি কি পাপ ধারনা করে বসে আছি আল্লাহ জানেন।
শিক্ষিত মানুষের এখন চাকরি নেই। স্বল্প শিক্ষিত কেউ বসে নেই।
Relevant :
https://www.facebook.com/habib.dhaka/posts/10154440964403176