Post# 1562838548

11-Jul-2019 3:49 pm


কুরবানি অপশন :

বেংগল মিট গরু বিক্রি করছে অনলাইনে। একেকটা ১২০ হাজার + ২০ হাজার জবাই করে বানিয়ে ঘরে পৌছে দেবে। ঈদের দ্বিতীয় দিনে। কিনবো? কিনবো না?

বাজার থেকে নিজে কিনলে :

ব্যপারিরা প্রথম দিকে গরু ছাড়ে না। ধরে বসে থাকে। শেষের দিন হয় আগুন দামে বিক্রি করবে, নয়তো পানির দামে। একটা রিক্স, যদি আগুন দাম হয় তবে আমি গরু পাবো না। বাজারে গিয়ে হই হুল্লোড় করা লোকেরা শুধু পাবে।

বানানোর ঝামেলা :

ঈদের প্রথম দিন এক গরু বানাতে লাগে ৮ হাজার টাকা। এর সাথে ১৫ থেকে ২০ কেজি গোস্ত কসাই টিম চুরি করবে। ঠেকাতে পারবেন না। এখানে যতজন জবাই করছে প্রত্যেকের থেকে চুরি করতে দেখেছি, কোনো এক্সেপশন নেই। এলাকার "ক্ষমতাবানের" গরু, বহু পুরানো "পরিচিত ভাই" কসাই নির্বিশেষে। এর জন্য লস ধরেন ১২ হাজার।

সরোবোর?

আপনাকে গোস্ত দেবে না। দান করে দেবে। কিন্তু আমি গোস্ত নিতে চাই। তাই হয় বেংগল মিট অথবা নিজে হাট থেকে কিনা অপশন।

দুটোর মাঝে কোনটা ভালো?

Wondering.

    Comments:
  • https://qurbani.bengalmeat.com/cattle-listing
  • http://shorobor.org/lalon/
  • ^ ব্যসিক্যলি কসাই ছাড়া নিজেরা যদি বানাই তবে ছাগল কোরবানি দিতে হবে। যেটা গতবার করেছিলাম। গরু অনেকগুলো helping hand ছাড়া প্রোসেস করা সম্ভব না। এবং uneducated manpower এর দাম এখন graduate দের থেকে অনেক বেশি।
  • আমিও প্রথমবার গতবছর। দুই জনে মিলে ৪টা এক দিনে। মেজর কাজ করেছেন যদিও একজন। আমি ছিলাম ফর শো অনলি।
  • তবে আপনাদের সাইটে কোনো গরু নেই এখন বিক্রি করার মতো। খালি।

11-Jul-2019 3:49 pm

Published
11-Jul-2019