Post# 1562135757

3-Jul-2019 12:35 pm


বাংলা কি বোর্ড :

Windows XP এর পর থেকে, মানে ২০০০ সালের পর থেকে, বাংলা লিখার জন্য অভ্র বা অন্য কোনো সফটওয়ার ইন্সটল করি নি। উইন্ডোজে তখন থেকে বিল্ট ইন বাংলা কিবোর্ড আছে। Setup -> Language -> Keyboard -> Bangla -> Layout -> Select a layout that you need to use.

"অভ্র ব্যবহার করলে সমস্যা কি?"

System wide keyboard hook তৈরি করে।
Memory resident হয়ে বসে থাকে।
স্ক্রিনে জায়গা দখল করে Topmost window হয়ে বসে থাকে।
আর বেসিক্যলি যার সাপোর্ট উইন্ডোজে আলরেডি আছে সেটার জন্য আরেকটা সফটওয়ার ইন্সটল করতে হয়।
সিসটেম ক্লিন থাকে না।

"কিন্তু অভ্রর লে আউট আমার পছন্দ"

উইন্ডোজেও নিজের পছন্দ মতো কিবোর্ড লে আউট তৈরি করা যায়। Windows Keyboard Layout Maker বা এরকম কিছু নাম। এটাও সিসটেম লেভেলে আরেকটা লেআউট এড করে। অভ্রের মতো নতুন কোনো এপ্লিকেশন রান করে না।

"তবে XP এর আগে অভ্র ব্যবহার করতেন?"

না। তখন অভ্র ছিলো না। বেসিক্যলি অভ্র আমি কখনোই ব্যবহার করি নি।

"আপনি আসলে 'অভ্র বিদ্বেষি' ছুপা এজেন্ট। আমরা আসছি আপনার মুখোশ উন্মোচন করতে।"

সরি :V

    Comments:
  • ^ সেটআপ থেকে একটা কিবোর্ড এড করা অভ্র ডাউনলোড করে ইন্সটল করার থেকে আরো সহজ।
  • ইউনিকোড। আসকির জন্য বিজয় ইন্সটল করতে হবে। একটা hack.
  • ফোনেটিক কি বোর্ডের জন্য habibkey লেআউট এড করে নিতে পারে। এখানে পাবেন http://habibur.com/habibkey.zip ইন্সটল করার পরে আপনার এই ছবির কিবোর্ড লে আউট লিষ্টে Habib Key নামে নতুন একটা লে আউট দেখাবে। সেটা এড করে নিতে হবে। তবে Windows 10 এটা চলবে কিনা জানি না। ১০-১৫ বছর আগে লিখেছিলাম।
  • Right. Windows+Space toggle করার জন্য. আপনার উইন্ডোজ ট্রে তে ছোট করে একটা চেইঞ্জ ড্রপলিষ্ট থাকবে। হট কি বদলানোও যায় চাইলে সিসটেম সেটিং থেকে।
  • আমার কাছে নেই। অন্য কেউ হয়তো পারবে।
  • মিউজিক নেই। সময় সময়ে পোষ্ট করতাম। এই।
  • সবাই লিনাক্সের কোনো ভার্সনে সুইচ করে যেতে পারে পাইরেটেড ব্যবহার করতে না চাইলে। এমন কি ওয়ার্ড এক্সেল ও ফ্রি। তবে পাইরেটেড ব্যবহার করা পাপ কিনা সেখানেও আবার সেই "মাজহাবগত পার্থক্য" চলে আসে।

3-Jul-2019 12:35 pm

Published
3-Jul-2019