Post# 1561906529

30-Jun-2019 8:55 pm


মুসলিমদের মাঝের দলগুলোর ব্যপারে আমার অবস্থান :

সমর্থন করলেও তাদের সব কিছু সমর্থন করি না।
বিরোধিতা করলেও তাদের সব কিছুর বিরোধিতা করি না।

যতদিন তারা জিততে থাকবে ততদিন তাদের বিজয়কে সমর্থন করবো, চিয়ার করতে থাকবো।
হেরে গেলে আর সমর্থন করবো না।

যারা কোনো দলকে বায়াত দিয়েছে তাদের মত এত বেশি সমর্থন করি না।
যারা তাদের বিরোধি এবং তাদের ধ্বংশ চায় তাদের মতো এত বিরোধিও না।

আমি নিজে কোনো দলকে বায়াত দেই নি।
তাই কাউকে সমর্থন করে যাওয়া আমার জন্য শর্ত না।

"দলে ঢুকবো কিনা?" কেউ পরামর্শ চাইলে বলি "না, ঢুকো না"।
এর পরও যদি কেউ ঢুকে যায়, তবে তাকে মন্দ বলি না।

কোনো দল পুরোপুরি "হক পন্থি" প্রমানিত হলেও আমি সেই দলকে সমর্থন করবো না যদি তাদের ক্ষমতা না থাকে।
কোনো দলের যতটুকু ক্ষমতা-শক্তি ততটুকু সমর্থন।
যখন ক্ষমতা নেই তখন আমার সমর্থনও নেই।
"ক্ষমতায় নেবার জন্য" কাউকে সমর্থন করি না।

দলের সমর্থনকে আমি আকিদার সমর্থনের সাথে এক করে দেখি না।

    Comments:
  • ^ double emphasized. এটা মিললে দুই পয়েন্ট ধরতে হবে।
  • by the way : এগুলো "আমার" মত। তবে "সঠিক" মত জানার জন্য যার যার "বড় ভাই"-এর সাথে যোগাযোগ করতে হবে।

30-Jun-2019 8:55 pm

Published
30-Jun-2019