পুরানো কাউকে এক্সিডেন্টলি ব্লক করলে জানাতে ভুলবেন না।
প্লাস ফেসবুক এখন অপরিচিত কারো মেসেজ ইনবক্সে দেখায় না, এমন কি আগের মতো মেসেজ রিকুয়েষ্ট হিসাবেও দেখায় না। মেসেজ পড়তে হলে আমাকে তার প্রফাইলে গিয়ে, তার মেসেজ বাটনে চাপ দিয়ে, তাকে মেসেজ করার জন্য উইন্ডো খুলতে হয়, তখন দেখা যায় সে বহু আগে আমাকে একটা মেসেজ পাঠিয়েছিলো যেটা জানতামই না। স্টেটাসে কমেন্ট করলে জানতে পারবো। কিন্তু এখানেও প্যরা আছে। একেবারে অপরিচিত কেউ হলে কমেন্ট করলেও ফেসবুক সংগে সংগে সেটা মুছে দেয়।
শেষে চাকরি-ব্যস্ততার জন্য ইনবক্স-আউটবক্স কোনোটারই জবাব দেবার সময় পাই না। তাই জবাব না পেলে রাগ করার অর্থ নেই।
FAQ :
"ব্লক করলে কিভাবে জানাবে? হাহা আপনার কথা শুনে আমি হাসতে হাসতে গড়া গড়ি খাচ্ছি।"
উত্তর : তবে প্রমানিত হলো আপনি বুদ্ধিমান, আমি বোকা। :V
যাই হোক এটা যাদেরকে লক্ষ করে বলেছি, তারা জানে। তাদের জন্য ছেড়ে দিন।
- Comments:
- FAQ :
"এগুলো কি দিলেন? ভবিষ্যৎবানি? গায়েবের কথা? মালাহামা? হাদিসের বানী? গনকের কথা? স্বপ্নে পাওয়া? ইমরান নযর হোসেন?"না। এগুলো আমার ধারনা। :V
- মানে ক্লায়েন্টের সাথে স্কাইপে কথা চলার সময় যদি ফেসবুকের মেসেজ আসার "ডিং" "ডিং" শব্দ হতে থাকে তবে ঐ মেসেজগুলো pause করে রাখি যেন আর মেসেজ না আসে। এটা ব্লক না। ব্লক করলে এখানে কমেন্ট করতে পারতি না। :-)