সেই ৫ বছর আগে যেই অবস্থায় ছিলাম, এখন আবার সেই অবস্থায় ফিরে যাচ্ছি মনে হচ্ছে। Deja vu?
এক দিকে আমাদের জিহাদিষ্টদের আক্রমন : কেন তাদের "আকিদা" আমি গ্রহন করি না। অন্য দিকে "আখিরুজ্জামান" পন্থিদের আক্রমন, কেন আমি তাদের "সব কিছু এই হতে চললো বলে" প্রেডিকশনের বিরোধিতা করছি। অন্য দিকে শত দলের হাজার ফলোয়ার। প্রত্যেকে নিজের দলের শিক্ষার বাইরে কিছু দেখলেই আক্রমন।
অন্য দিকে নিজে নিজে খুজে ফিরা "মাঝের রাস্তা" তবে কোনটা?
ফলাফল : আরো শত্রু। বন্ধুরাও বিরক্ত।
তাই নিজের প্রশ্ন : মুক্তির উপায় কি?
[ এখানে দুই হাত উপরে তোলা একজনের ছবি হবে ]
FAQ :
"আমাদের দলে আসেন, এখানেই মুক্তি"
"আর কত পল্টি দেবেন?"
"সত্যকে অস্বিকার করে থাকতে পারবেন না।"