বই পড়ার সময় এখনো নেই। তাই শেলফ সাজানোর জন্য আরো দুটো বই। ভবিষ্যতে যদি কোনো কারনে মারা না যাই তবে পড়তে পারবো ইনশাল্লাহ।
আমি না পড়লেও আমার পরের জেনারেশন এগুলো থেকে উপকৃত হবে ইনশাল্লাহ। যেমন আমি উপকৃত হয়েছিলাম আমার বাপ দাদার কিনে রেখে যাওয়া বই থেকে ছোটকালে।
রুকইয়া তাড়াতাড়ি করে কিনেছি কারন ফেসবুকে দেখলাম একজন রুকইয়া বিরোধি স্টেটাস দিচ্ছে। বাড়তে থাকলে কিছু দিন পরে এটা ব্যন হয়ে যেতে পারে। তাই আগে থেকে কিনে রাখা :-)
- Comments:
- ^ most of them are earning enough for their time. as private tutor or school teacher. and they don't feel like they need to go full time.