ছাত্রাবস্থায় একজন আলেম আমাকে বলেছিলেন : "সাহাবিদের মাঝে যে যুদ্ধ, দ্বন্ধ, ঘটনা ঘটেছিলো এসব ব্যপারে উলামাদের মত হলো আমরা ঘটনাগুলো শুধু বর্ননা করে যাবো। ঘটনা গুলো বিশ্লেষন করে কাউকে ভালো-মন্দ সঠিক-ভুল বলা - এরকম কথায় না গিয়ে। এবং এটাই নিয়ম। আমাদের বড়রা এভাকেই যুগে যুগে করে এসেছেন।"
আমি এখনো এটা ফলো করি।
কিন্তু যদি কেউ পক্ষ নেয়? তবে "বিশেষন" লাগানো, গালি দেয়া -- এগুলো সময়ের সাথে সাথে বাড়তে থাকবে
যেমন, "আপনি উনার বিষয়ে এই কথা বললেন, কিন্তু অন্য একজনের বিষয়ে বলছেন না কেন?"
"আচ্ছা বলছি। কারন আমি ব্যলেন্সড থাকতে চাই।"
সময়ের সাথে সাথে কথা-গালি বেড়ে এর পর একদিন দেখবেন অনেক কথা বলা হয়ে গিয়েছে যেগুলো নিয়ে হাশরে হাজির না হয়ে আমি নিশ্চিৎ হতে পারবো না সেগুলো ঠিক নাকি ভুল? এই বিশেষন-কংক্লুশন গুলো না নিয়ে হাজির হলে আমি এই বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারতাম।
তাই কেউ ঘটনা বর্ননা করছে। আমি তার দোষ দেখি না। কিছু আছে যারা বর্ননা করলেই দোষ দেখে - তাদের অন্তর বরং দুর্বল। সেক্ষেত্রে এগুলো জানার তার দরকার নেই।
তবে কেউ এগুলো বিশ্লেষন করে তাদের কাউকে ভুল-ঠিক-ভালো-মন্দ বলছেন -- তবে আমি পলাই। একটা গালি অন্তরে গেলে সেটা পরিষ্কার করতে সময় লাগে।
ব্যক্তিগত ভাবে ভালো মন্দ সব ঘটনার বর্ননা সাহাবি বা নবী রসুলদের উপরে আমার সম্মান ভক্তি বাড়ায়। কোনোটা কমায় না আলহামদুলিল্লহ। উনারা যাই করুক।