Post# 1560675497

16-Jun-2019 2:58 pm


"মাসলা জিজ্ঞাসা করা"

মনে করেন আপনি দ্বিন সম্পর্কে কিছু জানেন। অন্য কেউ যে কম জানে সে এসে আপনার কাছে কোনো মাসলা জিজ্ঞাসা করলো। তাই তাকে আপনি উত্তরটা জানিয়ে দিয়ে সাহায্য করছেন, ঠিক?

না ভুল। এটা ট্রেপ, ফাদ।

সে যদি আপনার ঘরের কেউ হয় তবে ভিন্ন কথা। এর বাইরে যেই জিজ্ঞাসা করবে সে অলরেডি এর উত্তর জানে। অনেককে জিজ্ঞাসা করেছে। হয়তো কয়েক মাস ধরে। কিন্তু উত্তরটা তার পছন্দ না। সে তার পছন্দের উত্তর চাচ্ছে। এজন্য আপনাকে জিজ্ঞাসা।

কোনো আলেমের কাছে পাঠিয়ে দিন। তারা কড়া। এবং কড়া করে উত্তর দেয়ার প্রেকটিশ তাদের আছে। সে ঐ ভাবে উত্তর দিয়ে বসে থাকবে। রদ বদল নেই। সেটা না করে আপনি নিজে সাহায্য করতে যাবেন তো দুনিয়া আখিরাত দুই জায়গায় ক্ষতিগ্রস্থ হবেন।

নিজের পরিবারকে শিখাতে সমস্যা নেই।

16-Jun-2019 2:58 pm

Published
16-Jun-2019