আমার যে কোনো কথা বাদ দিবেন যদি সেটা অধিকাংশ আলেমদের কথার বাইরে হয়। আমি আলেম না, তাই ফতোয়া দেই না, বা দেয়ার অধিকার নেই।
যত পোষ্ট দিয়েছি সবগুলোতে "কার মত কি" বলেছি। "কোনটা সঠিক" সেটা বের করার চেষ্টা খুবই কম। এবং তার থেকেও কম হলো নিজে কোনো নতুন মত বলা।
কোনো কথা যদি জানেন যে আমি বলেছি যেটা অধিকাংশ আলেমদের কথার বিপরিত তবে জানাবেন, সংশোধন করে নেবো।
- Comments:
- ব্লক না করলে উপায় নেই। এই মুহুর্তে দল-মত-দর্শন-শিক্ষার অভাব নেই। সবাই যদি চেচাতে থাকে এখানে এসে "আমার কথাই ঠিক" তবে স্টেটাস হয়ে যাবে কুরুক্ষেত্র।
- যদি বলতে হয়, তবে কমেন্ট আরম্ভ করবেন "অধিকাংশ আলেমদের মতে ....।" এই শব্দগুলো দিয়ে। তবে অন টপিক থাকবেন। আমি বুঝবো যে নিজের মত-পথ প্রচার-প্রসার বা তর্ক করা উদ্দ্যেশ্য ছিলো না।
- indeed.