রমজানের পর থেকে এলাকার আহলে হাদিস মসজিদে ফজরের নামাজ পড়ছি। আজানের পর পর নামাজ পড়ে শুয়ে পড়ার জন্য। অন্য মসজিদে যখন আজান দেয় তখন সেখানে জামাত আরম্ভ হয় যেহেতু।
কিন্তু জানি এটা বেশি দিন করতে পারবো না। করলে মার্কড হয়ে যাবো। হয় মসজিদের মুসুল্লিদের কিছু মনে করবে আমি "ছুপা"। সমাজ/চাকরির ভয়ে নিজেকে প্রকাশ করতে পারি না, কিন্তু অন্তরে আহলে হাদিস। নয়তো অন্য কিছু লোক মনে করবে আমি "এজেন্ট"। আহলে হাদিস ভং ধরে তাদের ঐক্য বিনষ্ট বা কিছু ক্ষতি করতে আসছি।
বলেনি, কিন্তু বলবে। কেমনে বুঝলাম? কারন বারবার বিভিন্ন দলে এরকম হয় দেখে আসছি সারা জীবন।
কোনো দলের কাছে যেতে হলে পুরোপুরি তাদের মাঝে ঢুকে যেতে হবে অন্য দলগুলোকে ভুল ঘোষনা দিয়ে। নয়তো আপনি সন্দেহজনক, "ফিতনাকারী"।
তাই এখনো "আনবেলেন্সড" রয়ে গেলাম। "চরমপন্থি"।
- Comments:
- আমি আমার মতো নামাজ পড়ি, হানাফি তরিকায়।
- ^ বাকি সব নামাজ পড়ি মহল্লার রেগুলার মসজিদে।