Post# 1560359536

12-Jun-2019 11:12 pm


চাদ দেখা : ভুল দেখা


সৌদিতে যেদিন দেখেছে সে দিন পাকিস্তানের উত্তরে পেশওয়ারেও মানুষ চাদ দেখেছে। একারনে সৌদির সাথে ঈদ করেছে উত্তরের রাজ্য। বাকি দেশ পরদিন আমাদের সাথে।

https://www.dawn.com/news/1486591

কিন্তু সৌদির চাদ দেখা ছিলো প্রশ্নবিদ্ধ। এরও দুই ঘন্টা আগে পাকিস্তানে দেখলো কি করে?


হানাফি ফিকাহতে রোজা আরম্ভ করার জন্য দুই জন সাক্ষ্য হলেই হবে। কিন্তু রোজা শেষ করার জন্য দুই জন সাক্ষ হলে হবে না। শত শত মানুষকে চাদ দেখে সাক্ষ্য দিতে হবে যদি আকাশ পরিষ্কার থাকে। ফতোয়ায়ে আলমগিরি দ্রষ্টব্য। প্লাস কিছু আলেমের কাছেও শুনেছি একই কথা।

এটা ভুল দেখা, বা ভুল সাক্ষ্য এর প্রতিরোধের জন্য।

তাই বাংলাদেশে ঈদের চাদ যদি দুই-তিন জন সাক্ষ্য দেয়, তবে সেটা কমিটি গ্রহন না করলেও আমি আপত্তির কিছু দেখি না। যদি এই মাসলা উপর আমল করার নিয়তে করা হয়।


পাকিস্তানে কি অল্প কিছু সাক্ষ্য দিয়েছে নাকি বেশি?

সেখানে ১২০ জন সাক্ষ্য দিয়েছে যে তারা চাদ দেখেছে। এর উপর সৌদির সাথে ঈদ করেছে উত্তর দিকের প্রদেশগুলো।

তবে তাদের চাদ দেখা ঠিক?

আমি এখনো কনভিন্সড না।

12-Jun-2019 11:12 pm

Published
12-Jun-2019