চাদ দেখা - রাজারবাগী
তারা শবে বরাত আমাদের এক দিন আগে করেছে। মানে শাবান মাস আরম্ভ করেছে ১ দিন আগে।
কিন্তু রমজান আমাদের সাথেই আরম্ভ করেছে। অর্থাৎ তাদের শাবান ছিলো ৩০ দিনে আমাদের ২৯ দিনে।
ঈদ আমাদের সাথে করেছে। মানে রমজান ২৯ দিনে।
আমাদের আরবি পর পর দুই মাস ২৯শে হলো। এর আগের পর পর চার মাস হয়েছে ৩০ দিনে।
"আমাদের চাদ দেখার দিন রাজারবাগীদের ৩০ রোজা ছিলো সে জন্য তাদের চাদ দেখার প্রয়োজন ছিলো না" -- এই কথাটা উপরের ব্যখ্যায় ঠিক না।
এটা আমার চোখে যতটুকু পড়েছে তাদের ডিক্লেরেশন তা থেকে বলছি। কেউ ভিন্ন কিছু জানলে জানাতে পারেন।
- Comments:
- আহলে বাইত বাদ দেই। সৌদি সরকারের সাথে কুরাইশ সম্ভবতঃ কেউ নেই। এরা আলাদা থাকে। একজন বলেছিলো। থাকলে এক্সেপশন।
- ^ সালাফি - কিন্তু সৌদি সরকার বিরোধি ছিলেন যতটুকু দেখলাম। এখন কিছুটা পক্ষে আসলে এটা ভিন্ন কথা।