Post# 1560316688

12-Jun-2019 11:18 am


এবার চাদ দেখায় সমস্যা কি ছিলো?

গত প্রায় ৭-৮ বছর ধরে আমরা দেখছি :

- আগে যেখানে হিসাবে দেখা যাবার খুব কম সম্ভাবনা থাকলেও দেখা যেতো, ইদানিং দেখা যাবার ভালো সম্ভাবনা থাকলেও "দেখা যায় নি" রিপোর্ট আসছিলো।

- আগে ভারত-পাকিস্তানে দেখা গিয়েছে কিন্তু বাংলাদেশে দেখা যায় নি এরকম কখনো হয় নি। কিন্তু ইদানিং এরকম হচ্ছিলো।

পরে নয়ন চ্যটার্জির রিপোর্ট আসে :

- চাদ দেখা কমিটির লোক ৬৪ জেলায় আছে। তাদের প্রতি মাসে চাদ দেখার জন্য ২ থেকে ৪ হাজার টাকা করে বেতন দেয়। কিন্তু এরা চাদ দেখার দিন চাদ না দেখে অফিসে বসে বসে চা খায়।

- যদিও কমিটি পত্রিকায় ফোন নম্বর দিয়ে দেয় কিন্ত এই নম্বরগুলো কেউ ধরে না। বা এগুলো গ্রহন করে না। কমিটির বেতনভুক্ত যাদের কথা উপরে বললাম, তাদের রিপোর্ট অনুসরন করে।

<আরো কিছু বলতে চাচ্ছিলাম কিন্তু কেটে দিলাম। এতটুকু বললাম>

    Comments:
  • একই লোক ধরলে আমার স্টেটাসের মূল কথা কি ঠিক থাকে? নাকি বদলাতে হবে?
  • ^ সাইট ডাউন।
  • ^ এটা পত্রিকা-সরকারের দাবি। আর নয়ন চ্যটার্জির দাবি হলো এরা সন্ধায় কমিটিকে জানিয়েছে, কাজ হয় নি। এর পর যখন সরকার ঘোষনা দেয় "দেখা যায় নি" তখন সবাই ক্ষেপে হামলা চালায়। এর পর কমিটি লাঠি সোটার মাঝে ফোন করে ঢাকায় জানায় পাবলিক ক্ষেপে আছে যারা চাদ দেখেছে।

12-Jun-2019 11:18 am

Published
12-Jun-2019