Post# 1560267258

11-Jun-2019 9:34 pm


"আমার দ্বিনের সত্যতা নির্ভর করে আপনাকে ভুল প্রমান করার মাঝে"


একজন নাস্তিক ইসলাম বিরোধি কথা বললো। তাকে ভুল প্রমান করার মাঝে আমার দ্বিনের সত্যতা নির্ভর করে না। তার কথায় আমার কিছু যায় আসে না। আখিরাতে আমার পরিনতি তার পরিনতির সংগে একসাথে বাধা না।

আমি তাকে পুরোপুরিই ইগনোর করে নিজের বিশ্বাস নিয়ে থাকতে পারি।


কাউকে বললাম "তুই জাহান্নামে যাবি, তুই যদি জান্নাতে যাস তবে সেই জান্নাতে আমি যাইতে চাই না।"

এখন আমার জান্নাতে যাওয়া তার পরিনতির উপর শর্তাধিন। তাম্বিউল গাফেলিনে এরকম একটা ঘটনার কথা বর্নিত আছে। শেষে যাকে বলেছিলো সে জান্নাতি হয়, যে বলেছিলো সে জাহান্নামি। তার এ রকম কড়া কসম খাওয়ার কারনে।


কোনো "মুসলিমকে" "তাগুত" ডেকে হত্যা করলাম। এখন আমার জান্নাত তার উপর শর্তাধিন। সে জান্নাতি হলে আমি জাহান্নামি।

আমার ভয় আমার দ্বন্ধ থেকে আমি বাকি জীবন সবার সাথে তর্ক করতে থাকবো।

নাস্তিকরা এখানে গৌন। বরং আমার দ্বিনের সত্যতা নির্ভর করে যারা আমার দাবি ভুল বলে তাদেরকে ভুল প্রমান করার মাঝে।

আল্লাহ তায়ালা আমাদের খারাপ পরিনতি থেকে হিফাজত করুন।

    Comments:
  • ^ অসম্ভব মনে করছেন কেন?
  • বন্ধু হলেও বন্ধুত্বটা টিকবে না। বয়সের পার্থক্য। প্লাস বন্ধুত্বের বয়স সবাই স্বিকার করে ছাত্র অবস্থায়, এর পর হয়তো নতুন চাকরিতে ঢুকার পরে কলিগদের সাথে। এমনকি প্রমোশন পেয়ে গেলেও আর নতুন বন্ধুত্বের সুযোগ থাকে না। টপ পোষ্টে দেখবেন আপনি একা।

    তবে দোয়া রইলো। আল্লাহ তায়ালা যেন আপনাকে জান্নাতে উচু মর্যাদা দান করেন।

  • করে দেবো ইনশাল্লাহ। কিছু দিনের মাঝে। আজকে ফেসবুক সার্চ ডাইন আছে কোনো কারনে।

11-Jun-2019 9:34 pm

Published
11-Jun-2019