Post# 1560147618

10-Jun-2019 12:20 pm


অনেক মত অনেক পথ।

আমার এক মত, আরেক জনের ভিন্ন মত।

কি করবো? তর্ক করবো? দরকার কি? সে তার মত নিয়ে থাকতে পারে না? আমি আমার?

"নবিনরা তবে শিখবে কি করে?"

ঠেকায় পড়ে। আমরা যেভাবে শিখেছি। ঘাটে ঘাটে পানি খেয়ে। শেষে যার অন্তরের টান যেদিকে সে সেই ঘাটে ভিড়বে।

"কিন্তু এগুলো কি আমার আখিরাতের মুক্তির জন্য যথেষ্ট?"

আখিরাতের মুক্তির জন্য ইসলামের মূল কথাগুলো যথেষ্ট। শাহাদাহ, নামাজ, রোজা, হজ্জ, যাকাত। বাকিগুলো এক্সট্রা। কারো সময় সুযোগ ইচ্ছা থাকলে করবে।

    Comments:
  • ফ্রেন্ড-ফলোয়ার দুটোই মোটামুটি এক। কারন যা পোষ্ট করি সব গ্লোবাল শেয়ার দিয়ে। ফ্রেন্ড অনলিতে হয়তো পরিবারের ছবি আত্মিয়দের জন্য।
  • x = সে বিরক্ত বা বিভ্রান্ত বা "আপনি মানুষকে বিভ্রান্ত করছেন কেন?" বা "এই সব লিখবেন না, ঐ সব লিখেন" বা "জানেন না তো জেনে কথা বলবেন" বা "আপনি অজ্ঞ" বা অন্য কিছু যেটা দিয়ে বুঝা যায় আমার স্টেটাসে তার কোনো উপকার নেই। তার কমেন্টে আমারও কোনো উপকার নেই।

10-Jun-2019 12:20 pm

Published
10-Jun-2019