Post# 1559984759

8-Jun-2019 3:05 pm


ইতেকাফকারী রাত ৮ টায় বিভিন্ন এলাকা থেকে চাদ দেখার খবর পেয়ে ইতেকাফ শেষ করে মসজিদ থেকে বেরিয়ে বাসায় চলে আসলো। ৯ টায় চাদ দেখা কমিটি যখন ঘোষনা দিলো "দেখা যায় নি" তখন আবার মসজিদে ফিরে আসলো। রাত্র সাড়ে এগারোটায় মসজিদের মুয়াজ্জিন এসে বলে চাদ দেখা গিয়েছে আপনারা বাসায় চলে যান আমরা মসজিদ পরিষ্কার করবো। তখন আবার বাসায় চলে আসলো।

তাকে কি কোনো ইতেকাফ কাজা করতে হবে?

জানা নেই।

উল্লেখ্য হানাফি মাজহাবে ইতেকাফ কাজা করা শহরবাসির জন্য কষ্টকর। মসজিদের ইমাম-মুয়াজ্জিন-কমিটিকে বুঝাতে হবে কেন রমজানের বাইরে ইতেকাফ করতে চাচ্ছি, যেটা তারা জীবনেও দেখে নি। তারা বিরক্ত হবে ঝামেলা মনে করে, আবার মসজিদের সিকিউরিটির জন্য অপরিচিত হলে ইতেকাফ করতে দেবে না। এর পরও একা একা করতে হবে, সংগে কেউ নেই। এবং ঐ দিন রোজা রাখতে হবে রমজানের বাইরে হলেও।

8-Jun-2019 3:05 pm

Published
8-Jun-2019