মক্কায় থাকা অবস্থায় যদি আপনি অন্য কোনো শহরে ঘুরতে যান যেটা "মিকাত" - এর সিমার বাইরে, তবে মক্কায় ফিরার সময় হানাফি মাজহাবে আপনাকে ওমরার এহরাম বেধে ফিরতে হবে। সালাফি মতে ওমরা না করতে চাইলে করবেন না ইচ্ছা।
এখন মিকাত কত দূরে এবং আপনার শহর মিকাতের বাইরে কিনা সেটা জেনে নিতে হবে। জেদ্দা মিকাতের ভেতর। গিয়ে ফিরলে নতুন করে এহরাম বাধতে হবে না। মদিনা মিকাতের বাইরে। তায়েফ মিকাতের ভেতর না বাইরে জানা নেই।
বিস্তারিত আলেমগন জানেন। আলেমদের জিজ্ঞাসা না করে নিজে জানার জন্য "হজ্জ ও মাসায়িল" নামে একটা কালো কভারের বই আছে বাংলায় বেশ মোটা কিন্তু অনেক ডিটেলস। সেটা পড়ে জেনে নিতে পারেন। বা হজ্জ ওমরার সফরে সংগে রাখতে পারেন, রেফারেন্স হিসাবে।
বইয়ের লিংক। সব সাইটে আছে। আপনার পছন্দের মতো যে কোনো অনলাইন দোকান থেকে কিনতে পরেন। রেন্ডম একটা লিংক নিচে।
https://www.wafilife.com/shop/emdadia-library/hajj-o-masayel/