Post# 1559698494

5-Jun-2019 7:34 am


একটা লম্বা হাদিসে আছে, সহি নাকি জয়িফ জানি না, রোজার ঈদের দিন ফিরিস্তারা প্রতি রাস্তার মোড়ে মোড়ে দাড়িয়ে থাকে। এবং মুসু্ল্লিরা যখন ঈদগাহে যায় তখন তাদের সাথে "আল্লাহু আকবার, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু..." পড়তে থাকে।

তাই তকবির পড়তে পড়তে ঈদগাহে যাই।

ঐ হাদিসে আছে আল্লাহ তায়ালা বলেন ঈদগাহে বান্দা যা চাইবে তাই দেয়া হবে কারন সে তার কাজ শেষ করেছে।

তাই ঈদগাহে দোয়া করি।

শেষে ফিরার সময় ফিরিস্তারা বলে "তোমার সব গুনাহ মাফ করে দেয়া হয়েছে এখন নতুন করে আমল করো।"

তাই গুনাহ থেকে হিফাজত থাকি।

হাদিসটা হয়তো জয়িফ, আলেমরা বলতে পারবেন। কিন্তু হানাফি মাজহাবে ফাজায়েলের ক্ষেত্রে জয়িফ হাদিসের উপর আমল করা যায়।

5-Jun-2019 7:34 am

Published
5-Jun-2019