রমজান প্রায় শেষ। ক্ষমা চাবার সময়।
কিন্তু সেই পুরানো দোষ। পাপি যখন বলতে থাকে "আমি কোনো পাপ করি নি। বরং দুনিয়াটাই খারাপ..." তখন যে অবস্থা হয় আমার অবস্থাও একই।
যেমন ফেসবুকে শত্রু মিত্র কাউকে গালি দিয়েছি বলে মনে পড়ে না। কেউ রাগ দেখাতে থাকলে, বা তর্ক বাড়াতে থাকলে তাকে বরং ব্লক করে দিয়েছি। কারন তার রাগের উপর আমি নিজেকে পরিবর্তিত করবো না। তার কথা যদি আমার কাছে ভুল মনে হয় তবে তাকে নিজের উস্তাদও বানাবো না।
কিন্তু ব্লক করাটা কোনো অপরাধ কিনা, যে জন্য ক্ষমা চাওয়ার কারন আছে -- সেটা প্রশ্ন। কাউকে খারাপ কথা বলে থাকলে চাইতে পারতাম। কিন্তু আমার মনে হয় আমি বলি নি :-)
যা বলছিলাম, অপরাধি যখন মনে করে "আমি দোষি না, বরং দুনিয়াটাই খারাপ"।