সরকারি কর্মকর্তারা জুলুম করছে এটা পুরানো খবর। তাদের জুলুমে গরিব মানুষের লক্ষ কোটি টাকার ব্যবসার মাল নষ্ট করে দিচ্ছে এটাও পুরানো খবর।
আমার কাজ এগুলোর "প্রতিবাদ" করা না। বরং এর খারাপটাকে খারাপ জেনে "অপছন্দ" করা। এটা সবচেয়ে সহজ কাজ ঠিক?
এর পর যখন দেখি বেশি দামে বিক্রি করছে বলে বাজারের গরুর গোস্ত লুট করে এতিমখানায় "দান" করছে তখন খুশিতে ফালাই।
লেবেল বা কাগজ নেই বলে লক্ষ কোটি টাকার মাল নষ্ট করছে তখনো ফেসবুকের কমেন্টে এসে উল্লাস করি।
এত উল্লাস যে এই জালেমরা পর্যন্ত নিজেদের জুলুমের কথা প্রচার করার জন্য ফেসবুকে পেইজ খুলে লাইভ জুলুমের শো করে।
আমার উল্লাস কমে না।
এখন "অপছন্দটা"-ও আর নেই।